নবাবগঞ্জে সরাসারি কৃষকদের নিকট থেকে ২হজার ৫শ মেট্রিক টন বোরো ধান ক্রয় করবে সরকার I

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান >
দিনাজপুরের নবাবগঞ্জে সরাসরি কৃষকদের নিকট থেকে ২ হাজার ৫শ মেট্রিক টন বোরো ধান ক্রয় করবে সরকার। এ লক্ষ্যে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ/২০২১ মৌসুমে উন্মুক্ত লটারীর মাধ্যমে দিনাজপুরের নবাবগঞ্জে ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচণ করা হয়েছে। গত ৯ মে বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই লটারী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আল মামুন, উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হালিমুর রহমান, দাউদপুর খাদ্য গোডাউনের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আমজাদ হোসেন, ভাদুরিয়া খাদ্য গোডাউনের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন ও নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান প্রমূখ। উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, ধান সরবরাহের জন্য উপজেলার ৩ হাজার ৮২৪ জন কৃষক আবেদন করেছেন। চলতি মৌসুমে ১ হাজার ২৫৩ জন কৃষকের নিকট থেকে ২ হাজার ৫০০ মেট্রিক টন ধান সরকারী ম‚ল্যে ক্রয় করা হবে। এর মধ্যে নির্বাচিত প্রতিজন কৃষক ২ মেঃ টন করে ধান সরবরাহ করতে পরবেন। আগামী ১৬ আগস্ট পর্যন্ত ওই ধান ক্রয় করা হবে। তিনি আরও জানান, ভাদুরিয়া খাদ্য গুদামে ১ হাজার ১৫০ মেঃ টন এবং দাউদপুর খাদ্য গুদামে ১ হাজার ৩৫০ মেঃ টন ধান ক্রয়ের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।