দিনাজপুরের বিরামপুর ব্যবসা জোন হিসাবে পরিচিতি লাভ করেছে

Spread the love

এম রুহুল আমিন প্রধান
দিনাজপুরের বিরামপুর উপজেলায় টিভিএস ডিলার পয়েন্ট এর উদ্ভোধন শেষে দোয়া মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে পৌর মেয়র মোঃ আক্কাস আলী বলেছেন, ইতোমধ্যেই দিনাজপুেেরর বিরামপুর ব্যবসা জোন হিসেবে ব্যপক পরিচিতি লাভ করেছে। যার কারণে পাশর্^বর্তী উপজেলা থেকে ব্যবসায়ীরা বিরামপুর উপজেলার উন্নয়নে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে। আজকে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর এলাকা থেকে মোঃ দবিরুল ইসলাম ব্যবসার উন্নয়নে মেসার্স এমডি মটরস এর টিভিএস ডিলার পয়েন্ট উদ্ভোধন শেষে দোয়া অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ভাল লাগছে। তিনি আরও বলেছেন, ব্যবসায় সততা, নিষ্ঠা, ভাল ব্যবহার মূল পুঁজি। ব্যবসায়িক হিসেবে মেসার্স এমডি মটরস কে সার্বিক সহযোগীতা করা হবে। ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি হওয়ার কারণে এ উপজেলাকে পরবর্তীতে জেলা হিসেবে দেখতে চাই আমরা। কোভিড-১৯ বিষয়ে মেয়র বলেছেন, সকলকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান, পরিবার পরিচালনা করতে হবে। পরিবারের প্রধান যদি কোভিড এর শিকার হয়ে যায় এর পুরো দায়ভার ওই পরিবারকেই বহন করতে হবে। আসুন স্বাস্থ্যবিধি মেনে সুস্থ্য থাকি। দোয়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ পারভেজ কবির, টিভিএস রংপুর শো রুমের সেলস ম্যানেজার মোঃ আশরাফুল হক, টিভিএস অটো বাংলাদেশ লিঃ এর সহকারী ম্যানেজার (সার্ভিস) মোঃ গোলাম মুক্তাদির ওসমানী, পাউসগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রহমান, দাউদপুর বাজারের মিল মালিক মোঃ আব্দুল মতিন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাংবাদিক ওয়ায়েস কুরুনী, নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের মোঃ হোসনে আরা বেবি প্রমূখ। মেসার্স এমডি মটরস এর সত্ত্বাধীকারী মোঃ দবিরুল ইসলাম জানান, মোটরসাইকেল কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রে ৩মাস কোন গ্রাহকের নিকট থেকে অতিরিক্ত চার্জ নেয়া হবে না।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।