নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।
দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা নবাবগঞ্জ উপজেলায় ১৪ মাসে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার সহ একটি মামলা দায়ের করেছেন। অভিযান পরিচালনা করেছেন ৯টি। তথ্য অধিকার আইনে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নববাগঞ্জ উপজেলায় ২০২০ সালের জানুয়ারী মাস থেকে ২০২১ সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত কতটি অভিযান পরিচালনা করে কতটি মামলা দায়ের করেছেন এবং কি মাদক উদ্ধার করেছেন তার তথ্য পেতে আবেদন করা হলে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাজিউর রহমান ২০ মে স্বাক্ষরিত একটি চিঠিতে উপরোক্ত তথ্য লিখিত ভাবে জানান। তার দেয়া তথ্য মতে ১৫ মার্চ ২০২০ সালে সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার শান্তির মোড় থেকে জাটিহার গ্রামে যাওয়ার পাকা রাস্তার উপর ৭ বোতল ফেনসিডিল উদ্ধার সহ জাটিহার(শান্তিরমোড়) গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে আসমান আলী(৫৭)কে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপ পরিদর্শক শ্রী গুণধর রায় বাদী হয়ে ১৫ মার্চ ২০২০ তারিখে নবাবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। উল্লেখ্য নবাবগঞ্জ উপজেলা এলাকায় করোনা কালেও মাদকের ছড়াছড়ি বিরাজ করছে। প্রতিনিয়ত র্যাব পুলিশ অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার সহ মাদক ব্যবসায়ীদের আটক করে মামলা দায়ের করছেন। সেই তুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুরের অভিযান একেবারেই নাই বলে এলাকার সচেতন মহল অভিমত প্রকাশ করেছেন।
মন্তব্য করুন