দিনাজপুরের নবাবগঞ্জে মাথা গোঁজার ঠাঁই পেল ৪৫০টি অসহায় ভুমিহিন ও গৃহহীন পরিবার

Spread the love


নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান>
মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাথা গােঁজার ঠাঁই পাচ্ছনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩৫০টি অসহায় ভুমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরী হচ্ছে এই বাড়িগুলো। এই র্কাযক্রমকে সফল করতে স্থানীয় প্রশাসন দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছনে। উপজেলার ৫টি ইউনিয়নে জয়পুরে ২৪টি, বিনোদনগরে ১৪৬টি, দাউদপুরে ৬৫টি, মাহমুদপুরে ৯৮, কুশদহে ১১৭টি পাকা ঘর উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। প্রতিটি ঘরের খরচ ধরা হয়েেছ ১ লাখ ৯০ হাজার টাকা। সরেজমিনে উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অত্র উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্ত, ভূমিহীন ও গৃহহীনকে বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত বাড়ি পাওয়ার পর গৃহহীনরা এখন আনন্দে ভাসছনে। বাড়িগুলোতে ব্যবহার করা হয়েেছ লাল রং এর টিন। দুই রুম বিশিষ্টি বাড়িতে রয়েছে একটি রান্না ঘর ও টয়লটে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান তার বক্তব্যে বলেছেন, যোগ্য পিতার যোগ্য সন্তান অসহায় দারিদ্র বঞ্চিত মানুষের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আদর্শে অটুট থেকে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করছেনে। নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম জানান, কাজে যেন কোনো রকমরে অনিয়ম না হয় সেই দিকে র্সবদাই বিশেষ নজর রেখেছেনে। সরকারি ব্যবস্থাপনায় প্রতিটি ঘরের  জন্য খাসজমি সহ দুই কক্ষের  পাকা ঘর তৈরী করে দেয়া হয়েছে। এসব ঘরের  প্রতিটিতে একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে। নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, মুজিবর্বষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুই শতাংশ সরকারি খাস জমির  ওপর গৃহনির্মাণ করে জমির দলিল সহ ৪৫০ উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম সভাপতির বক্তব্যে বলেন, মুজিবর্বষ উপলক্ষ্যে দ্বিতীয় র্পযায়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশেরে ন্যায় নবাবগঞ্জ উপজেলায় প্রকৃত ভুমিহীন ও গৃহহীন পরিবারের  মধ্যে বাড়ি নির্মাণ ও ভুমি বন্দোবস্ত কাজ সম্পন্ন করা হয়েছে। বাড়িটি যাতে টেকসই এবং মানসম্মত হয় সে জন্য মনিটরিং কমিটি নিয়মিত তদারকি করেছেন । ২০ জুন রবিবার সকাল সাড়ে ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারন্সেরে মাধ্যমে সারা দশেরে ন্যায় নবাবগঞ্জের বাড়ি বরাদ্দের উদ্বোধন করেন। এ ব্যাপারে ঘর বরাদ্দ পাওয়া আনন্দে আত্মহারা উপকার ভোগী পরিবারদের সকল সদস্যগন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার র্দীঘায়ু কামনা করেন।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।