নবাবগঞ্জ ( দিনাজপুর) থেকে মোঃ রুহুল আমিন প্রধান ।
দিনাজপুরের নবাবগঞ্জ করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সরকারী বিধি-নিষেধ মানাতে শনিবার সকাল থেকে লকডাউনের ৩য় দিনে পুলিশ,সেনাবাহিনী ও উপজেলা প্রসাশনকে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছ। লকডাউনের সকাল থেকে উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে ও বাজার গুলোতে ছিলো উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর চেকপোস্ট এবং প্রধান প্রধান সড়কেগুলোতে টহল দিতে দেখা গেছ। নবীন গন্জ আফতাব গণ্জ সাফির মোড় কালির হাট ভাগলপুর বাজার সাত্তার বাজারহক সাহেবের বাজার মোট ১২ টি মামলায় ৫ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।এসময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, সহকারি কমিশনার আল মামুন।নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জানান সরকারের নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউন পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য করুন