নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে মোঃ মাহাবুবুর রহমান । :
দিনাজপুরের নবাবগঞ্জে বনের জমি অবৈধভাবে দখল হওয়া বন ভৃমি উদ্ধার করে ওই জমিতে বনায়ন সৃজনের কাজ শুরু করেছে দিনাজপুর সামাজিক বন বিভাগের চরকাই ফরেষ্ট এর অধিনে নবাবগঞ্জ সদর বিট।নবাবগঞ্জ সদর বিট কর্মকর্তা খায়রুল আলম জানান বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ দিনাজপুর নির্দেশ ও নবাগত রেঞ্জ কর্মকর্তা,চরকাই রেঞ্জসহ চরকাই রেঞ্জের অন্যান্য বিটের বিট অফিসারগনের প্রত্যাক্ষ সহযোগিতায় নবাবগঞ্জ বিটের ডাংশের ঘাট মৌজার বিভিন্ন দাগের সংরক্ষিত বনভূমির প্রায় ৮.০ একর জবরদখলকৃত ভূমি জবরদখল উচ্ছেদ করে বিভিন্ন প্রজাতির চারা রোপনের ম্যধ্যমে বনভূমি সরকরী হেফাজতে আনায়ন করেছে। চরকাই রেঞ্জের ( এসি এফ) মোঃ মসুম আলম জানান অবৈধভাবে দখল হওয়ার বনের জমি উদ্ধার করে বনায়ন সৃষ্টি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বন বিভাগ।
মন্তব্য করুন