এ,এল,কে খান জিবু # লালমনিরহাট জেলা প্রতিনিধি ॥
আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘অধিকার ও পছন্দই মূল কথা: প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে।’
প্রতি বছর অন্যান্য দেশের ন্যায় লালমনিরহাটের হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে চলতি বছর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে তেমন কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি।
রোববার (১১জুলাই) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় অফিস রুমে অনলাইনে এক ভারচুয়াল আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ১৬, লালমনিরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ মোতাহার হোসেন এমপি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। ভাচুয়াল আলোচনা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ মোতাহার হোসেন এমপি মহোদয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, হাতীবান্ধা, লালমনিরহাট। ও শ্রেষ্ট ইউনিয়ন হিসেবে সিংগিমারী ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ট উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মহসিন আলম, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বড়খাতা ইউনিয়ন, শ্রেষ্ট পরিবার কল্যাণ সহকারী শিখা রানী দে, শ্রেষ্ট পরিবার কল্যাণ পরিদর্শক দীপক কুমার সিংহ, শ্রেষ্ট পরিবার কল্যাণ পরিদর্শকা স্মৃতি রানী কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিসিএস (পরিবার পরিকল্পনা) হিসেবে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় সন্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ এক হাজার। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ, গড় আয়ু ৭২ দশমিক ৮ বছর, নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর, পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর।
হালনাগাদ তথ্য অনুযায়ী, মোট প্রজনন হার ২ দশমিক শূন্য ৪ শতাংশ, প্রতি হাজারে মাতৃমৃত্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ, ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশমিক ৬ শতাংশ, ৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশমিক ২ শতাংশ, ৭ বছর ও তদূর্ধ্ব নারী শিক্ষার হার ৭২ দশমিক ৯ শতাংশ।
মন্তব্য করুন