বগুড়ার শিবগঞ্জের রহবল এলাকায় স্থাপিত হয়েছে পুষ্টি প্রযুক্তি গ্রাম I

Spread the love

বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় কৃষি অফিসের ব্যবস্থাপনায় রহবল পশ্চিমপাড়ায় বাস্তবায়িত হচ্ছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন শিবগঞ্জ উপজেলার রহবল পশ্চিমপাড়া গ্রামে স্থাপিত হয়েছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম। রহবল ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সাইফুর রহমানের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম। তিনি জানান, দিন দিন মানুষ বাড়ছে, কিন্তু জমির পরিমান কমে যাচ্ছে। বসতবাড়ির আশেপাশে স্বল্পপরিসরে অনেক পতিত এবং সাময়িক পতিত জমি থাকে, এ সকল পতিত জমির সর্বচ্চ ব্যবহার নিশ্চত করে পারিবারিক সবজি-পুষ্টির চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ।
উল্লেখ্য পুষ্টি-প্রযুক্তি গ্রামের ৫০ জন কৃষক-কৃষানীর মাঝে প্রত্যেকে ১ টি করে বলসুন্দরী জাতের কূলের চারা ও ১ টি করে আম্রপালী জাতের আমের চারা এবং দুটি করে প্লাষ্টিক নেটের বেড়া সরবরাহ করা হয়। “পুষ্টি প্রযুক্তি গ্রামে” রোপণকৃত চারা গাছ গুলো পরম যত্নে বড় হচ্ছে কৃষকের বসতবাড়িতে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।