বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় কৃষি অফিসের ব্যবস্থাপনায় রহবল পশ্চিমপাড়ায় বাস্তবায়িত হচ্ছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন শিবগঞ্জ উপজেলার রহবল পশ্চিমপাড়া গ্রামে স্থাপিত হয়েছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম। রহবল ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সাইফুর রহমানের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম। তিনি জানান, দিন দিন মানুষ বাড়ছে, কিন্তু জমির পরিমান কমে যাচ্ছে। বসতবাড়ির আশেপাশে স্বল্পপরিসরে অনেক পতিত এবং সাময়িক পতিত জমি থাকে, এ সকল পতিত জমির সর্বচ্চ ব্যবহার নিশ্চত করে পারিবারিক সবজি-পুষ্টির চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ।
উল্লেখ্য পুষ্টি-প্রযুক্তি গ্রামের ৫০ জন কৃষক-কৃষানীর মাঝে প্রত্যেকে ১ টি করে বলসুন্দরী জাতের কূলের চারা ও ১ টি করে আম্রপালী জাতের আমের চারা এবং দুটি করে প্লাষ্টিক নেটের বেড়া সরবরাহ করা হয়। “পুষ্টি প্রযুক্তি গ্রামে” রোপণকৃত চারা গাছ গুলো পরম যত্নে বড় হচ্ছে কৃষকের বসতবাড়িতে।
মন্তব্য করুন