দিনাজপুরের নবাবগঞ্জের পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন।। আটক ১

Spread the love

এম রুহুল আমিন প্রধান
দিনাজপুরের নবাবগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের স্ক্রুড্রাইভারের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সাড়ে ৮ টার সময় উপজেলার মাহামুদপুর ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাখাল চন্দ্র (৩৮) উপজেলার ঈশ্বরপুর গ্রামের মৃত হরিশচন্দ্রের ছোট ছেলে। নিহত ব্যক্তির পরিবার ও ইউপি সদস্যের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার ঈশ্বরপুর গ্রামের হরিশ্চন্দ্রের দুই ছেলে শ্যামল চন্দ্র ও রাখাল চন্দ্রের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সকালে প্রথমে রাখালের স্ত্রীর সাথে ধস্তাধস্তি হয় শ্যামল ও তার স্ত্রীর। তার পরে তাদের (শ্যামল ও রাখাল) কাকি (চাচি) শ্যামলের বাড়ির সামনে দিয়ে মাঠে ফসল দেখতে যাওয়ার সময় তার উপরে শ্যামল(৫০) তার স্ত্রী পারুল (৪০),ছেলে এবং আশরাফুল বন্ধু (৪০) সহ আক্রমণ করে, তখন রাখাল দেখতে পেয়ে এগিয়ে গেলে স্ক্রু-ড্রাইভার দিয়ে মাথায় ও বুকে আঘাত করেন তার বড় ভাই শ্যামল চন্দ্র। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অটোরিকশা যোগে নবাবগঞ্জ উপজেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথিমধ্যেই সে মারা যায়। খবর পেয়ে বিরামপুর সার্কেল এসপি অহিদুন্নবী, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম তৌহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। নবাবগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের স্ক্রু-ড্রাইভারের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুরে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে বড় ভাই শ্যামল চন্দ্র (৪৭) পলাতক ছিলো পরে তাকে আটক করে থানা পুলিশ।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।