মোঃ রেজওয়ানুর রহমান শুভ
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসারের আয়োজনে ভোট গ্রহণ কর্মকর্তাদের দুইদিন ব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর (রোববার) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ও বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী দপ্তরের কর্মকর্তাগণের মধ্যে থেকে প্রিজাইডিং কর্তকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ শাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক,অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. আতাউল হক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, নবাবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রিটানিং অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এনামুল হক চৌধুরী প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, সকলের কাছে গ্রহনযোগ্য অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এই উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন