নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান >
দিনাজপুরের নবাবগঞ্জ-কাঁচদহ সড়কে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিবরণ সূত্রে জানা গেছে, ০৪ ডিসেম্বর রাতে নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গোয়ালাপাড়া গ্রামের মোঃ হামেদ আলীর পুত্র মোঃ আব্দুল খালেক আলমনগর বাজার হতে তার নিজ বাড়িতে যাওয়ার সময় নবাবগঞ্জ থানাধীন ২নং বিনোদনগর ইউপির অন্তর্গত বড় মাগুড়া নয়াপাড়া গ্রামস্থ বড় মসজিদের পূর্ব পার্শ্বে পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জলাইডাঙ্গা গ্রামের আঃ হাদির পুত্র মোঃ মেহেদী হাসান রনি (৩৫), দানিস নগর গ্রামের মৃত সমেস উদ্দিনের পুত্র মোঃ আশরাফুল ইসলাম (৪০) ছিনতাইকারী অতর্কিত ভাবে তাকে আটক করে এলোপাথারী মারধর করে ভয়ভীতি দেখিয়ে নগদ দশ হাজার টাকা ও ০১টি পুরাতন মোবাইল সেট জোর পূর্বক ছিনে নেয়। তাদের সাথে থাকা মোটর সাইকেল যোগে দ্রুত কাঁচদহের দিকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা পিছনে ধাওয়া করে এবং আশপাশের লোকজনকে ডাক চিৎকার করে। তাদের চিৎকার শুনে আলমনগর বাজারে থাকা উপস্থিত লোকজন মোটর সাইকেলের গতিরোধ করে মোঃ মেহেদী হাসান রনি (৩৫) ও মোঃ আশরাফুল আলম (৪০) কে মোটর সাইকেল সহ আটক করে। পরবর্তীতে থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাহাদের ব্যবহৃত মোটর সাইকেল সহ নিজ হেফাজতে নেয়। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, এ ঘটনায় ৫ ডিসেম্বর ভুক্তভোগির অভিযোগের ভিত্তিতে মামলা নং- ০২ রুজু করেন। পরে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন