এম রুহুল আমিন প্রধান
দিনাজপুরের নবাবগঞ্জে সহকারী কমিশনার (ভূমি)’র অফিস ও আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায়ে ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার পূর্নবাসনের অগ্রগতি পরিদর্শন করেন রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ইব্রাহিম খান। মঙ্গলবার দুপুরে উপজেলার আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায়ে ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার পূর্নবাসনের অগ্রগতি পরিদর্শন শেষে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, স্থানীয় মেসার্স তানভীর আহমেদ ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী মোঃ মতিবুর রহমান প্রমূখ। পরিদর্শন শেষে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ইব্রাহিম খান বলেছেন ভূমিহীন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানার ব্যবস্থা করেছে সরকার তিনি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম জানান, শতভাগ নির্মাণ শেষ হলে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন