এম রুহুল আমিন প্রধান
কোভিড-১৯ ওমিক্রন ভ্যারিয়েন্ট ঠেকাতে দিনাজপুরের নবাবগঞ্জে গণটিকা বাস্তবায়নের লক্ষ্যে ও টিকা শতভাগ সফল করতে অবহিতকরণ সভা হয়েছে। ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ্যে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীদের নিয়ে এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম। উপজেলার কোভিড-১৯ ওমিক্রন ভ্যারিয়েন্ট বিষয়ে উপজেলার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. শাহাজান আলী। তিনি জানান, টিকা প্রদানের কাজে স্বাস্থ্য বিভাগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, উপজেলার যে সমস্ত এলাকায় এখনও টিকা সম্পূর্ণ হয়নি সে এলাকাগুলো নির্বাচন করে ব্যপক প্রচারের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র স্থাপন করে টিকা দেয়া হবে। তিনি আরও জানান, সরকারের বিপুল অর্থে টিকা আমাদের কাছে সংরক্ষণে রয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান বলেছেন, সরকার শতভাগ টিকা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আসুন টিকা গ্রহণ করি, সুস্থ্য থাকি। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেছেন, উপজেলাবাসীর মাঝে গণটিকা বাস্তবায়ন করতে সকল ধরণের সহযোগীতা করা হবে। আপনারা কেন্দ্রে গিয়ে টিকা নিন।
মন্তব্য করুন