এম রুহুল আমিন প্রধান
দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দীয় শহিদ মিনারে পুষ্পাঞ্জলি দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ তার অঙ্গসংগঠন, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠন, নবাবগঞ্জ ফায়ার সার্ভিস, প্রেসক্লাব সহ অন্যান্য বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও বিশিষ্ট জনেরা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ৫২র ভাষা শহীদদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শেষে ১ মিনিটের নিরবতা পালন করার পর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ এখলাছুর রহমান।
পরে দিনব্যপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের পুরষ্কার বিতরণ করে কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়। এদিনেই উপজেলা প্রশাসনের আয়োজনে সমাজ সেবা কর্মকর্তার দপ্তরের আয়োজনে বয়স্ক, বিধাবা ও স্বামী নিগৃহীতা প্রতিবন্ধী ভাতাভোগীদের মধ্যে শতভাগ পেরোল প্রদান এবং ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া ও স্ট্রোকে প্যারালাইজড ব্যক্তিদের মধ্যে আর্থিক
সহায়তায় চেক বিতরণ এবং দৃষ্টি প্রতিবন্ধী দুজন ব্যক্তির মাঝে ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হোসনে আরা বেবি উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী জানান, আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস পালন উপলক্ষ্যে ১৩ জন অসুস্থ্য রোগীদের মাঝে ৫০ হাজার করে ৬লাখ ৫০হাজার টাকার চেক ও ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।
মন্তব্য করুন