গ্রামের সুবিধা বঞ্চিত নারীদের কর্মসংস্থান সৃষ্টি করতে নবাবগঞ্জে নারী উদ্যেক্তাদের বিকাশ সাধনে চলছে প্রশিক্ষণ কর্মশালা

Spread the love

এম রুহুল আমিন প্রধান
গ্রামের সুবিধা বঞ্চিত নারীদের কর্মসংস্থান সৃষ্টি করতে দিনাজপুরের নবাবগঞ্জে নারী উদ্যেক্তাদের বিকাশ সাধনে চলছে প্রশিক্ষণ কর্মশালা। ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ শিরোনামের প্রকল্পটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থা বাস্তবায়ন করছে।২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকার ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আত্মনির্ভরশীল করতে দুই লাখ ৫৬ হাজার নারীকে প্রশিক্ষণ দেবে সরকার। দেশের ৬৪টি জেলার ৭৮টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা গেছে। এরই ধারাবহিকতায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলাতেও প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের উদ্দেশ্য বেকার ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জনে উদ্বুদ্ধ ও সহায়তা প্রদানের পাশাপাশি নারী সমাজকে মানবসম্পদে পরিনত করার লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে ২৫০ জন নারীর দক্ষতা উন্নয়ন করা। নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসামগ্রী বিপণনে সহায়তা প্রদান করার লক্ষ্যে একটি ক্রয়-বিক্রয় সফটওয়্যার তৈরি করা হবে। প্রশিক্ষণ কেন্দ্রের সব প্রশিক্ষণার্থীদের নিয়ে একটি ডাটাবেজ সফটওয়্যার তৈরি করা হবে।এসব উদ্দেশ্য বাস্তবায়নে প্রকল্পের আওতায় নারীদের প্রশিক্ষণ ও নগদ অনুদান প্রদান করা হবে। জাতীয় মহিলা সংস্থা সূত্র জানায়, নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি তাদের উৎপাদিত পণ্যসামগ্রী বিপণনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রকল্পের উদ্যোগে বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া উপজেলায় ফুডকোর্ট এবং বিউটি পার্লার স্থাপন করে নারী উদ্যোক্তাদেরকে স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলা হবে। নারী উদ্যোক্তাদের দ্বারা উৎপাদিত পণ্যসামগ্রী বিপণনে সহায়তার লক্ষ্যে একটি ক্রয়-বিক্রয় সফটওয়্যার তৈরি করা, প্রশিক্ষণ কেন্দ্রের সব প্রশিক্ষণার্থীদের নিয়ে একটি ডাটাবেজ সফটওয়্যার তৈরি করা। প্রকল্পটি বাস্তবায়িত হলে সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জনে উদ্বুদ্ধ ও সহায়তা দেওয়ার পাশাপাশি নারী সমাজকে মানবসম্পদে পরিণত করে তুলতে সহায়ক হবে। এবিষয়ে যোগাযোগ করা হলে দিনাজপুর জেলা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান জানান, প্রশিক্ষণের প্রথম পর্যায়ে ২৭তম কর্মদিবস অতিবাহিত হচ্ছে। নবাবগঞ্জ উপজেলা ট্রেনিং অফিসার মোছাঃ রাশিকা পারভীন জানান, অনলাইনের মাধ্যমে আবেদন যাচাই বাছাই করে পরবর্তী প্রশিক্ষণ কর্মশালা চালু হবে। এ ক্ষেত্রে উপজেলার বেকার শিক্ষিত নারীদের এ প্রশিক্ষণের অংশগ্রহণের আবেদন কমনা করেছে জাতীয় মহিলা সংস্থা। ১৯ ফেব্রুয়ারী প্রশিক্ষণ কর্মশালা সরেজমিনে দেখেছেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোছাঃ পারুল বেগম। তিনি জানান, প্রধান শেখে হাসিনা নারীদের ক্ষমতায়নে ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে গ্রাম পর্যায়ে উদ্যোক্তা তৈরী করে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে এমন লক্ষ্য উদ্দেশ্য হাতে নিয়েই একের পর এক নারী উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।