ঘোড়াঘাটে মহান স্বাধীনতা দিবস পালিত I

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
শনিবার দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।এরপর সকাল সাড়ে ৭ টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন, উপজেলা প্রসাশন, উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঘোড়াঘাট সরকারি কলেজ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধানরা।শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেয় উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবু হাসান কবির, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা কৃষি অফিসার এখলাছ হোসেন সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জমান ভুট্টু ও অধ্যাপক সাজ্জাদ হোসেন সহ আরো অনেকে।
পরে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও উপজেলা প্রসাশনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুলের শুভেচ্ছাসহ আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধারা সরকারের কাছে সরকারের কাছে সন্মানী ভাতা বাড়ানো সহ ও মেডিকেল ভাতা দাবী করেন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।