এনজি নিউজ স্টাফ রিপোর্টার।
চিরিরবন্দরে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আায়োজনে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সূনীল কুমার সাহা, থানার অফিসার ইনচাজ বজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, যুব উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, চিরিরবন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি আফছার আলী খাঁন, সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহ, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, নিকাহ রেজিষ্ট্রার কাজী মতিনুর রহমান,ব্র্যাকের চিরিরবন্দর ম্যানেজার আলমগীর হোসেন প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির দিনাজপুর জেলা ডেপুটি ম্যানেজার সেলিম রেজা ।
সভায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধি, ঈমাম, শিক্ষক,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন