নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
‘জেগেছে যুব গড়বে, দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে রালী আলোচনা সভা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য যুবকদের মাঝে ঋন বিতরনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় দিবসটি পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের অংশগ্রহনে র্যালী উপজেলার গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়ামে যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান। মৎস্য কর্মকর্তা শামীম , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মল্লিকা সেহনবিশ প্রমুখ। আলোচনা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে হরিনাথপুর গ্রামের আব্দুল হালিমকে গাভি পালনে ৮০ হাজার ও মালারপাড়া গ্রামের যুবক কামরুজ্জামানকে মৎস্য পালনে ৬০ হাজার টাকা মোট ১ লাখ ৪০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান।
মন্তব্য করুন