নবাবগঞ্জে পাটচাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Spread the love

মোঃ রেজওয়ানুর রহমান শুভ

দিনাজপুরের নবাবগঞ্জে ১৮ মে বুধবার সকালে ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাটচাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, দিনাজপুর এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অথিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন পাট অধিদপ্তর এর যুগ্ন সচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ এনায়েত উল্লাহ খান ইউসুফ জী, বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, নবাবগঞ্জ উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ। নির্বাচিত ১৫০ জন পাটচাষী এ কর্মশালায় অংশগ্রহণ করে। এ প্রশিক্ষণ গ্রহণের ফলে পাটচাষ উৎপাদন বাড়বে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।