মোঃ রেজওয়ানুর রহমান শুভ, নবাবগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুরের নবাবগঞ্জে পরিসংখ্যান বুরে্যা কর্তৃক বিভিন্ন শুমারি/জরিপ পরিচালিত উপজেলা স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভা অনুষ্টিত হয়েছে। সভায় নবাবগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জানান, সারা দেশের ন্যায় আগামী ১৫ জুন হতে ২১ জুন পর্যন্ত জন শুমারি পরিচালিত হবে। এ উপলক্ষ্যে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে গণনাকারী, সুপারভাইজার ও জোনাল কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা পরবর্তীতে অনুষ্ঠিত হবে। খানা ওয়ারী শুমারি জরিপ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতে উপজেলা কমিটির সহায়তা কামনা করেছেন পরিসংখ্যান কর্মকর্তা। এসময় শুমারি ও জরিপ কার্যক্রম সরকারি নির্দেশ অনুযায়ী যথাযথ ভাবে সম্পন্ন করতে সকল সদস্যদের আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকার, জোনাল কর্মকর্তা উপজেলা একাডেমিক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, ২নং বিনোদনগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, জয়পুর ইউপি চেয়াম্যান ওবায়দুর রহমান, শালখুরিয়া ইউপি চেয়ারম্যান তারা মিয়া, দাউদপুর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব প্রমূখ।
মন্তব্য করুন