রংপুর প্রতিনিধিঃ
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার স্বনামধন্য কোচিং সেন্টার ‘প্রত্যাশা কোচিং একাডেমি’র ২৩তম এসএসসি ব্যাচের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০/০৬/২২) মিঠাপুকুর বাজার বনিক সমিতির নবনির্মিত ভবনের তৃতীয় তলায় প্রতিষ্ঠাতা পরিচালক বাবুল মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক ( মাদ্রাসা) মিজানুর রহমান জীবন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তেলায়ত করা হয়। এতে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি মিজানুর রহমান জীবন, মিজানুর রহমান মিজান,শাফিউল আলম, রিন্টু দত্ত,ফরহাদ হোসেন, সুজন (রসায়ন), আদোমুল প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাহুল সরকার, আকাঈদ ও মিনাল।
আমন্ত্রিত অতিথি নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন,’ ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি আদর্শ মানুষ হওয়া জরুরি।’ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল মাহমুদ, জাওয়াদ নাজীব, শরিফুল ইসলাম শরিফ, সাইদুল প্রমুখ। ফলাফল ঘোষণার পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে কোচিং এর পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।
অবশেষে শিক্ষার্থীদের মংগল কামনায় দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র কোচিং এর সহকারী শিক্ষক ফরহাদ হোসেন। পুরো অনুষ্ঠান টি পরিচালনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র নাজমুল হোসেন।
মন্তব্য করুন