এম রুহুল আমিন প্রধান
দিনাজপুরের নবাবগঞ্জে ক্রমশ দিনদিন কিশোর অপরাধ সহ গ্রাম গঞ্জের বিভিন্ন পয়েন্টে ক্রয় বিক্রয় হচ্ছে মাদকের। মাদক সেবন করে সম্ভাবনাময় শিক্ষার্থীরা অকালে ঝরে পড়ছে। গত মঙ্গলবার সকাল সাড় ১১টায় নবাবগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা সভায় উপরোক্ত মন্তব্য করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতারউর রহমান। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় অভিযোগ করেন ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আজিম জানান তার ইউনিয়নে বিভিন্ন পাড়ায় জমে উঠেছে মাদকের ব্যবসা। যার কারণে উঠতি বয়সের সন্তানদের নিয়ে দুঃচিন্তায় পড়েছেন অভিভাবকেরা। তিনি আরও জানান, অচিরেই এগুলো স্পট বন্ধ করা না হলে মাদকের ভয়াল থাবায় বিপদগ্রস্থ হবে সমাজের অনেক মানুষ। নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, মাদকের কারণে অনেক পরিবার ভেঙ্গে যাচ্ছে আর সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ছে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, কিশোর অপরাধ কমাতে হলে বিভিন্ন ভাবে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আইন শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল কবির রাজু। এছাড়াও ওই সভায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জোরালো দাবী জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান।
মন্তব্য করুন