নবাবগঞ্জে বাৎসরিক অগ্রগতি বিষয়ক অবহিতকরণ সভা

Spread the love

মোঃ রেজওয়ানুর রহমান ‍শুভ

“আমাদের কৈশোর, আমাদের স্বাস্থ্য” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ল্যাম্ব এ্যাডলোসেন্ট ও কমিউনিটি ট্রান্সফরমেশন প্রজেক্ট এর আয়োজনে এবং ল্যাম্ব হেলথ্-ইউকে এর আর্থিক সহযোগিতায় গত ২৭ জুলাই ২০২২ খ্রি: নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে বাৎসরিক অগ্রগতি অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল উদ্দেশ্য ছিল “প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং কিশোর-কিশোরীদের মানসিক ও প্রজনন স্বাস্থ্যের উন্নতি সাধনে আলোচনা করা”। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান বলেন, “স্থানীয় সরকারের সার্বিক সহযোগিতায় কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যের উন্নয়ন করা সম্ভব”। উপজেলা নির্বাহী অফিসার বলেন, “বয়:সন্ধিকালীন পিতামাতাদের সন্তানের প্রতি আরো বেশি যতœশীল হতে হবে যেন কিশোর-কিশোরীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে।” এছাড়া নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মনিনুজ্জামান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: পারুল বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী, ল্যাম্ব এর ভারপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা, টেকনিক্যাল কো-অর্ডিনেটর বিলাস পল তিগ্যা, টেকনিক্যাল অফিসার মানিক রায়, মোর্শেদা সুলতানা, জয় উইলিয়াম হাসদা, প্রজেক্ট অফিসার গাব্রিয়েল কিস্কু, স্থানীয় সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধিগণ, শিক্ষক মন্ডলী, বে-সরকারী প্রতিনিধিবৃন্দ, কিশোর-কিশোরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।