ঘোড়াঘাটে সমাজ সেবা অফিসার দানবে পরিনত থানায় অভিযোগ করেও মিলছে না প্রতিকার

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি মোঃ মজিবর রহমান >
দিনাজপুরের ঘোড়াঘাটে সমাজসেবা অফিসার দানবে পরিণত, থানায় অভিযোগ করেও মিলছে না প্রতিকার বলে অভিযোগ উঠেছে।
ঘোড়াঘাট থানার অভিযোগ সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামের মৃত অফিল উদ্দিনের মেয়ে মোছাঃ জাহানারা বেওয়া ঘোড়াঘাট সমাজ সেবা অফিস থেকে বয়স্ক ভাতা কার্ড পান। ওই কার্ডে তার মোবাইল নম্বর দেয়া আছে ০১৩২০৯৮০০১৯। কিন্তু ঘোড়াঘাট সমাজসেবা অফিসার মনজুর মোরশেদ খান ওই নম্বরে টাকা না দিয়ে ০১৩০২৫৭৯৫৯০ এ ভূল নম্বরে ৩ বারে ৬ হাজার টাকা দিয়েছে। এ ব্যাপারে জাহানারা বেওয়া ঘোড়াঘাট থানায় অভিয়োগ করলে থানার পুলিশ তদন্ত মূলে মোবাইল ফোনে সার্চ দিয়ে দেখে টাকা গেছে বিরামপুর উপজেলার কলেজ গেটের সামনে আমিরুল ইসলামের ছেলে রাসেল মিয়ার মোবাইল নম্বরে। কেউ কেউ বলেছেন সে সমাজসেবা অফিসারের নিকটতম আত্মীয় । রাসেল মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শুধু তাই নয় ঘোড়াঘাট সমাজসেবা অফিস থেকে শত শত বয়স্ক ভাতা ভোগীর টাকা যাচ্ছে ভুল মোবাইল নম্বরে। অসহায় মানুষদের প্রতি দেখার কেউ নেই। আবার কেউ কেউ বলছেন, ঘোড়াঘাট সমাজ সেবা অফিসার মনজুর মোরশেদ খান দানবে পরিণত হয়েছেন।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।