রংপুরে র‌্যাব-১৩ কর্তৃক প্রতারক গ্রেফতার ।

Spread the love

মিজানুর রহমান রংপুর  প্রতিনিধি ঃ-

রংপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-)১৩ কর্তৃক একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত একজন প্রতারক কে আটকের খবর পাওয়া গেছে।  র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) থেকে সাংবাদিকদের  পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর  জানানো হয়। পাঠকের সুবিধার্থে প্রেস বিজ্ঞপ্তি টি নিচে হুবহু তুলে ধরা হলো।  র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। মোঃ গোলজার হোসেন প্রামানিক (৫২) একজন প্রতারক এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রতারনা করে আসছিলো। এরই ধারাবাহিক অনুসন্ধানে জানা যায় যে, মোঃ গোলজার হোসেন প্রামানিক (৫২) কথিত মডেল স্যাটেলাইট টাউন হাউজিং প্রকল্পের নামে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করতেছে। এরই ধারাবাহিকতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দলের সহায়তায় গত ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে দুপুর আনুমানিক ১৩.০০ ঘটিকায় তাজহাট থানাধীন দর্শনা মোড় সংলগ্ন মোঃ মোফাজ্জল হোসেন এর সৌখিন ভিলা বসত বাড়ীর ষষ্ঠ তলায় মোবাইল কোর্ট পরিচালনার করে উক্ত প্রজেক্ট এর নামমাত্র অফিস কক্ষে অভিযান চালিয়ে উল্লিখিত প্রজেক্ট এর গঠনতন্ত্র, ব্যানার, স্থানীয় পত্রিকায় প্রজেক্ট এর বিজ্ঞাপন, বিভিন্ন নামীয় সীল, বেতন বই, বিভিন্ন পর্যায়ের আদেশ নামার কপি উদ্ধার পূর্বক আসামী মোঃ গোলজার হোসেন প্রামানিক (৫২ কে হেফাজতে নেওয়া হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ ব্যতীত এস্টেট উন্নয়ন প্রকল্পের কাজ ও বিজ্ঞাপন প্রচার করায় এবং জনসাধারণকে প্রতারিত করার উদ্দ্যেশ্য অসত্য বিজ্ঞাপন দেওয়ায় উল্লিখিত প্রজেক্ট এর চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন প্রামানিক (৫২), পিতা-মৃত আবু তাহের প্রামানিক সাং-ধর্মদাশ মিলন পাড়া, থানা-তাজহাট, জেলা-রংপুরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম কর্তৃক ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড করা হয়। উল্লেখ্য যে, উক্ত আসামীর নামে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ গোলজার হোসেন প্রামানিক (৫২) উপরোক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামী’কে আরপিএমপি, রংপুর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়। ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে প্রেস বিজ্ঞপ্তির মূলকপিতে স্বাক্ষর করেন, মাহমুদ বশির আহমেদ।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।