নবাবগঞ্জে সিসিটি উদযাপন করল “ল্যাম্ব”

Spread the love

ওয়ায়েস কুরুনী স্টাফ রিপোর্টার>

“একত্রে মিলে সমাজের রূপান্তর ঘটাই” শ্লোগান নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে চার্চ এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন (সিসিটি) উদযাপন করা হয়েছে। বেসরকারি এনজিও সংস্থা ওয়ার্ল্ড মিশন প্রেয়ারলীগ (ল্যাম্ব) এ উদযাপনের আয়োজন করে।

শুক্রবার উপজেলার কুশদহ ইউনিয়নের খালিপপুর রোমান ক্যাথলিক চার্চ প্রাঙ্গণে সিসিটি উদযাপন উপলক্ষে এক অনাড়ম্বর সম্মেলনের আয়োজন করা হয়েছে। “সিডার ফান্ড- হংকং” এর আর্থিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২০টি বাইবেল স্টাডি দলের সদস্য, স্থানীয় মন্ডলীর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন । পরে তাদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয় ।
এ সময় সদস্যদের অর্জিত বিষয় সমূহ নিজ নিজ দল উপস্থাপন করেন।

সংস্থার সিসিটি ও এসিটি প্রজেক্ট ব্যবস্থাপক বিলাস পৌল তিগ্যা জানান, সিসিটি উদযাপনের মুল উদ্দেশ্য ছিল “লার্নিং ও শেয়ারিং এর মাধ্যমে পরিবার, মন্ডলী ও সমাজের আত্মিক ও আর্থ-সামাজিক উন্নতি সাধন করা”। এ সম্মেলনের মাধ্যমে সমাজের একটি বৃহৎ অংশের পরিবর্তন সাধন করা বলে জানান তিনি।

এ সময় সংস্থার উপদেষ্টা ডেব্রা স্কাউট, তথ্য ও গবেষণা ব্যবস্থাপনা প্রধান বাপন মানখিন, সংস্থার কমিউনিটি হেল্থ এন্ড ডেভলোপমেন্ট প্রোগ্রাম এর ভারপ্রাপ্ত পরিচালক উৎপল মিন্জ, টিয়ারফান্ড বাংলাদেশ এর কর্মকর্তা শম্পা বারই, ল্যাম্বের ফাইনাস কনসালটেন্ট আরি , ল্যাম্ব পাবলিক রিলেশন কর্মকর্তা এনোস সরেন, ল্যাম্ব সিনিয়র ম্যানেজার- রাজু হেম্ব্রম, ম্যানেজার অফ অর্গানাইজেশনাল কালচার ফ্লোরা পাহান, সিসিটি ও এসিটি প্রজেক্ট ব্যবস্থাপক বিলাস পৌল তিগ্যা সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।