মোটর সাইকেলের এল ই ডি লাইট কেড়ে নিল কলেজ শিক্ষিকার প্রাণ ।

Spread the love

মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
   রবিবার ( ১১/১২/২২ইং) দিনাজপুর জেলার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইসমত আরা (৪০) নামে  এক প্রভাষকের মৃত্যু হয়েছে।
ঘটনার বিবরণে প্রভাষক ইসমত আরার স্বামী প্রভাষক কামরুজ্জামান জানান, তাদের মেয়ে রাণীগঞ্জের একটি হাফিজি মাদ্রসায় অধ্যয়নরত। গতকাল তাদের মেয়ের সমাপনী পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে মেয়ে কে নিয়ে নিজ বাসভবন দাউদপুরের দিকে রওয়ানা হয়। যাত্রার কিছুক্ষণ পরেই সন্ধ্যা ছয়টার দিকে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের উচ্চগতি সম্পন্ন আলো( এল ই ডি লাইট) প্রভাষক কামরুজ্জামানের চোখে পড়ে এবং সামনেই  কাটা ধান বোঝা দাঁড়ানো ভ্যানের সাথে ধাক্কা লাগে। ভ্যানের সাথে ধাক্কা লাগার পর তারা মেয়েসহ তিনজনই মোটর সাইকেল থেকে পরে যায়। এতে ভ্যানের চাকার লোহার অংশের সাথে ইসমত আরার মাথা লেগে মাথা ফেটে যায়। পরে দাউদপুর বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়ে নবাবগঞ্জ উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে গেলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়।
পরে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল দশঘটিকায় মৃত্যু বরণ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই ছিলো।
ইসমত আরা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।