জয়পুরহাট প্রতিনিধি:ওমর আলী বাবু >
জয়পুরহাট অধিকার এখানে, এখনই(রাইট হিয়ার রাইট নাউ ২) প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ে যুব জনগোষ্ঠীর জেন্ডার ও মানবাধিকার বাস্তবায়ন প্রক্রিয়া বিষয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছো
বুধবার সকাল ১০ টায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’র অধিকার এখানে, এখনই(রাইট হিয়ার রাইট নাউ ২) প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ে যুব জনগোষ্ঠীর জেন্ডার ও মানবাধিকার বাস্তবায়ন প্রক্রিয়া বিষয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা স্থানীয় চাইনিজ রেস্টুরেন্ট স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।উক্ত কর্মশালায় জয়পুরহাট সদর উপজেলার অধিকার এখানে, এখনইপ্রকল্পের ৪টি গ্রæপ ও এলামনাই ইয্যুথ গ্রæপের মধ্য থেকে ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অধিকার এখানে, এখনই প্রকল্পেরডিস্ট্রিক্ট ইয়্যুথ মবিলাইজারমুর্শিদা খাতুন। ব্র্যাক সেইফগার্ডিং নীতিমালা নিয়ে আলোচনা করেন অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটরমাধুরী সূত্রধর ।
প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটরমাধুরী সূত্রধরপ্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রকল্প বিষয়ে উপস্থাপন, শাহানা কার্টুন প্রদর্শন, সমন্বিত যৌনতা শিক্ষা বন্ধুত্ব ওসম্পর্ক,মূল্যবোধ,অধিকার,সংস্কৃতি এবং যৌনতা, জেন্ডার বিষয়ক সাধারন ধারনা, জেন্ডার ভিত্তিক সহিংসতা,স্বাস্থ্য এবং সুস্থতার জন্য দক্ষতা, বয়:সন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, যৌনতা এবং যৌন আচরণ, যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অংশগ্রহনকারীদেরকে ০৮টি গ্রæপে ভাগ করে সমন্বিত যৌনতা শিক্ষা, যৌন রোগ প্রতিরোধে এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করনীয় কি কি হতে পারে সে বিষয়ে গ্রæপ ওয়াার্ক করানো হয়। গ্রæপ ওয়াার্ক শেষে এক এক করে উপস্থাপন করেন। উপস্থিত অংশগ্রহণকারীর মধ্য থেকে অভিব্যক্তি শোনা এবং এরপর করনীয় কী হতে পারে তা আলোচনার মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন