জয়পুরহাটে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত  I

Spread the love

 জয়পুরহাট প্রতিনিধিঃওমর আলী বাবু  >
গুজব প্রতিরোধে গণমাধ্যমের  ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে ও জেলা প্রশাসন জয়পুরহাট এর সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় বক্তব্য দেন  জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)  আনোয়ার পারভেজ, জাতীয় রবীন্দ্র সংগীত সন্মীলন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল হক বাবুল,সাংবাদিক শাহজান সিরাজ মিঠু, শাহাদুল ইসলাম সাজু,আব্দুল আলীম,মশিউর রহমান খান, সুজন কুমার মন্ডল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন,প্রেসক্লাব জয়পুরহাট এর সভাপতি গোলাম মোস্তাফা,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের সচেতন থাকতে হবে। সকলকে ঐক্য বদ্ধ হয়ে গুজব প্রতিরোধে কাজ করার আহবান জানান। এবং গুজব প্রতিরোধে জেলা ও উপজেলা পর্যায়ে উপ-কমিটির করার কথা জানান তিনি।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।