নার্সিং ইনস্টিটিউট জয়পুরহাটের আয়োজনে খাদ্য মেলা অনুষ্ঠিত I

Spread the love

ওমর আলী বাবু,  জয়পুরহাট প্রতিনিধিঃ
“মন এবং শরীর কে ভালো রাখার জন্য পুষ্টিকর খাদ্য প্রয়োজন ” এই প্রতিপাদ্য  কে সামনে রেখে  জয়পুরহাটে খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  সকালে নার্সিং ইনস্টিটিউট জয়পুরহাট এর শিক্ষার্থীদের আয়োজনে ইন্সটিটিউটের ক্লাস রুমে খাদ্য মেলা  অনুষ্ঠিত হয়।
খাদ্য মেলায় ৬ টি স্টলে শরকরা,আমিষ,চর্বি, ভিটামিন, মিনারেল এবং ওয়াটার প্রদর্শনী করা হয়। খাদ্য গুলোর মধ্যে চাল,চিনি,মাছ,মাংস, সয়াবিন তেল,অলিভ ওয়েল,মিষ্টি কুমড়া,পেঁপে, বেদেনা,খেজুর, ডাব,লেমন জুস এবং বেলের জুস উপস্থাপন করা হয়।
বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন  নার্সিং ইনস্টিটিউট জয়পুরহাট এর ইন্সট্রাক্টর ইনচার্জ নাছিমা শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আধুনিক জেলা হাসপাতালের ডাঃ মোহাম্মদ আতাউল হক,
ডাঃ জান্নাতুন ফেরদৌস শাপলা, ডাঃ নাসিমা আক্তার নিনা, ডাঃ আতিকুর রহমান,  ডাঃ আতাউল হক, পাবলিক হেলথ নার্স ফারহানা পারভীন, মজিবুর রহমান নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল সুফিয়া খাতুন, নার্সিং ইন্সট্রাক্টর শাহানারা বেগম, মনোয়ারা পারভীন, খালেদা বেগম, মোর্শিদা বেগম,আয়েশা ছিদ্দিকা,আকলিমা খাতুন, কহিনুর বেগম, নাছিমা শাহীন,  রিনা আখতার সহ সকল নার্সিং ইন্সট্রাক্টর,ডাক্তার ও শিক্ষার্থীবৃন্দ।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমন বলেন খাদ্য হচ্ছে মানুষের জীবনের অপরিহার্য উপাদান।একজন মানুষের সুস্থ্য ভাবে বেঁচে  থাকার জন্য পুষ্টিকর  খাদ্যের প্রয়োজন।প্রতিবছরের ন্যায় এ বছর ও মেলা অনুষ্ঠিত হওয়াই আমরা খুব আনন্দিত।  আমাদের খুব ভালো লাগছে। সকলের সার্বিক সহযোগিতায় এই খাদ্য মেলা সুষ্ঠভাবে সম্পূর্ণ হয়েছে  ।  আমরা অনেক আনন্দের সাথে খাদ্য মেলায় অংশ গ্রহণ  করেছি।
নার্সিং ইনস্টিটিউট জয়পুরহাট এর ইন্সট্রাক্টর ইনচার্জ নাছিমা শাহীন বলেন প্রতি বছরের ন্যায় এইবারও খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স দ্বিতীয় বর্ষ এবং মিডওয়াইফারী ১ম বর্ষ নিউট্রিশন সাবজেক্ট এর অংশ। এই মেলা নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টরবৃন্দ, হাসপাতালের ডাক্তারবৃন্দ ও সকল বর্ষের  শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে  শেষ হয়েছে।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।