ঘোড়াঘাট ( দিনাজপুর ) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ভোটার আইডি কার্ডের ভুলের কারণে ১৯ বছর থেকে পেনশন না পেয়ে ভিক্ষা করে খাচ্ছে এক ব্যাক্তি বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট পৌর জমিলাপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী সে বাংলাদেশ সোনালী ব্যাংকের পিয়ন হিসেবে চাকরি করত। ইদ্রিস আলী ২০০৪ সালে দিনাজপুর জেলার বিরল উপজেলা সোনালী ব্যাংক থেকে চাকুরী শেষে পিয়ন পদ থেকে অবসর গ্রহণ করেন। কিন্তু তার জন্ম তাং- ০১/০১/১৯৬২ সাল তার ভোটার আইডি কার্ডে করা হয়েছে ভূল ক্রমে ০১/০১/১৯৬৩ সাল। এ কারণে ইদ্রিস আলীর পেনশন বন্ধ থাকায় সে তার পরিবার পরিজন নিয়ে রাস্তায় হাটবাজারে ভিক্ষা করে জীবন জীবিকা নির্বাহ করছে। ইদ্রিস আলী কান্নাকাটি করে আরও জানান, তার ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ঘুরাঘুরি করলে ৪০০০ টাকা না দেয়ায় তার ভোটার আইডি কার্ড সংশোধন করা হয়নি এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ কারার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় । দেখার কেউ নেই।
মন্তব্য করুন