ঘোড়াঘাটে জ্বীনের বাদশা র‌্যাবের হাতে গ্রেফতারI

Spread the love

ঘোড়াঘাট ( দিনাজপুর ) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতারক জ্বীনের বাদশা ইমরান খানকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া গ্রামে আলতাব হোসেন ও একই ইউপি’র হায়দারনগর গ্রামের ইমরান খান দীর্ঘ দিন থেকে গোপনে তারা জ্বীনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে মোবাইল যোগে এলাকাবাসীর টাকা পয়সা নিত। এর এক পর্যায়ে শনিবার দুপুরে জয়পুরহাটের র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে ঐ জ্বীনের বাদশার নিকট সোনাদানা, চাঁদির টাকা সহ বিভিন্ন মূল্যবান ধণ রতœ কিনতে আসে। ঐ সময় জ্বীনের বাদশা ইমরান খান র‌্যাব সদস্যদের বাড়ির ভিতরে নিয়ে
গিয়ে ৩টি তামার কলস, ২টি মাটির নতুন পাতিল ও কয়েকটি পুরাতন তামার পয়সা দেখায়। ঐ সময় র‌্যাব সদস্যরা জ্বীনের বাদশা প্রতারক ইমরান খানকে গ্রেফতার করলেও আলতাব হোসেন পালিয়ে যায়। র‌্যাব সদস্যরা উদ্ধারকৃত জিনিস পত্র সাধারণ জনতাকে খোলা মেলা ভাবে দেখিয়ে তাকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে নিয়ে যায়।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।