জয়পুরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি সভা ।

Spread the love

জয়পুরহাট প্রতিনিধি: ওমর আলী বাবু।
আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে জয়পুরহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী এর  সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খাজা সামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন, জেলা প্রাণিসম্পদ অফিসার
ডাঃ মাহফুজার রহমান, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, সহকারী কমিশনার রাজিব হোসেন, শামীম হোসাইন,সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা,আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, চেম্বার অব কমার্স  এর পরিচালক এম এ করিম,সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, মাশরেকুল আলম, খান মশিউর রহমানসহ
জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সভায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন পবিত্র মাহে রমজানে কোন প্রকার খাদ্য দ্রব্যের দাম বাড়ানো যাবে না।খাদ্য দ্রব্যে কোন প্রকার রঙ ব্যবহার করা যাবে না।এবং পোড়া তেল শরীরের জন্য ক্ষতিকর তাই হোটেল ব্যবসায়ীদের খাবারে পোড়া তেল ব্যবহার না করার পরামর্শ দেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখার জন্য  ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
এ দিন ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ শ্লোগানকে প্রতিপাদ্য করে সারাদেশের ন্যায় জয়পুরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।