জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু।
জয়পুরহাট জেলার বিভিন্ন অঞ্চল থেকে সংস্কৃতি জনদের এক সভায় সর্বসম্মতিক্রমে ‘জয়পুরহাট শিল্প-সংস্কৃতি কেন্দ্র’- নামক একটি সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। শিল্প-সাহিত্য- সংস্কৃতিজন মো. আব্দুল মজিদ কে আহ্বায়ক এবং মো. মানিক(কালাই), মো. আজিজার রহমান(ক্ষেতলাল), সমীর বসাক(আক্কেলপুর), শামীম নাজির আহম্মেদ(জয়পুরহাট সদর), আব্দুল বাকী(পাঁচবিবি) কে যুগ্ম আহ্বায়ক করে আজ বুধবার
জয়পুরহাট ইত্যাদি আইটিভি মাল্টিমিডিয়ার অফিস কক্ষে ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সকল শ্রেণি ও স্তর নির্বিশেষে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ক্রীড়া চর্চার মাধ্যমে দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক, মানবিক ও নান্দনিক উৎকর্ষ সাধন করে ঋদ্ধ, আলোকিত, সৃজনশীল, মানবিক মানুষ হিসেবে নিজেদেরকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার প্রয়াস নিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে এটি কাজ করবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে।
জাতীয় চেতনার প্রতিফলনের পাশাপাশি সংগঠনটি জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি-র উপাদান সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রচার ও প্রসারে কাজ করবে।
মন্তব্য করুন