ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বিদ্যুতের লোড শেডিং এ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার অভিযোগ উঠেছে। জানা যায়, বাংলাদেশ সরকার আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছে। সেই সঙ্গে প্রতিটি সরকারী অফিসে কম্পিউটারের মাধ্যমে জনসাধারণের কাজকর্ম করা হচ্ছে। ঘোড়াঘাটে দিনে রাতে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের লোড শেডিং দেয়ায় সরকারী অফিসে কাজ কর্ম করতে আসা লোকজন ঘন্টার পর ঘন্টা বসে থাকে। ফলে তাদের কৃষি কাজ সহ বিভিন্ন কাজের ক্ষতি হচ্ছে এবং সময়ের অপচয় হচ্ছে। অপর দিকে রাতে বিদ্যুতের লোড শেডিং দেয়ায় বাড়ীতে থাকা শিশু কিশোর ও বৃদ্ধা মানুষ গরমে ছটফট করতে থাকে। কখন যে মৃত্যু ঘটে তা বলা যায় না। এ দিকে ঘোড়াঘাট উপজেলার শত শত ব্যবসায়ীদের মুখে একই কথা যে, লোড শেডিং এ বিদ্যুৎ চলে গেলে তারা ব্যবসা প্রতিষ্ঠানে বসে থেকে ব্যবসা করতে পারছেন না। এ ব্যাপারে ঘোড়াঘাট পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বে থাকা ডিজিএম এর সঙ্গে মুঠোফোনে কথা বললে সে জানান, পলাশবাড়ী বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ বন্ধ করে রাখছে, আমি কি করব? এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলার জনসাধারণ সরেজমিনে তদন্ত করে বিদ্যুতের লোড শেডিং থেকে বাঁচাতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।
মন্তব্য করুন