নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
দিনাজপুরের নবাবগঞ্জে বোরো ধান সংগ্রহের লক্ষে ১৯৮২৮ জন কৃষকের মধ্য উন্মুক্ত লটারির মাধ্যমে ১৫৩০ কৃষক নির্বাচন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ কামরুজ্জমান সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোফাখারুল ইসলাম,কৃষি কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃনুরে-শেফা, ইউপি চেয়ারম্যান মোঃআনোয়ারুল আজিম আনু,মোঃবাবুল আহসানুল কবির শামীম, দাউদপুর এলএসডি ভারপ্রাপ্ত সুজা আহামেদ, ভাদুরিয়া এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন,মাসুদ রানাসহ অনেকে। উপ সহকারি কৃষি কর্মকর্তা হাওয়া খতুন , খাদিমুল ইসলাম, সুশান্ত কুমার রায়, হারুনুর রশিদ গোলাম রব্বানী, শংকর কুমার, তাপস চন্দ্র , সাব্বির আহমেদ, শহিদুজ্জামান শারিফুল ইসলাম ।
মন্তব্য করুন