আবাদি জমিতে অপরিকল্পিত ভাবে ঘরবাড়ি করা সরকারি নিষেধাজ্ঞা থাকলেও ঘোড়াঘাটে কেউ তা মানছে না প্রশাসন নিরব ।

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
আবাদি জমিতে অপরিকল্পিতভাবে ঘরবাড়ি করা সরকারি নিষেধাজ্ঞা থাকলেও দিনাজপুরের ঘোড়াঘাটে কেউ তা মানছে না প্রশাসন নিরব থাকার অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার কৃষি ও আবাদি জমির মাঠগুলো খুবই ছোট। এর মধ্যে প্রায় ১০-১৫ বছর থেকে গাইবান্ধা জেলার ফুলছড়ি চর, মংলার চর, খাটিয়ামারীর চর থেকে শত শত লোকজন ঘোড়াঘাটে এসে দালালের মাধ্যমে কৃষি ও আবাদি জমি ক্রয় করে মাঠের মধ্যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঘরবাড়ি নির্মাণ করা শুরু করেছে। শুধু তাই নয় আর ১০-২০ বছর পর কৃষি ও আবাদি জমিতে এভাবে ঘড়বাড়ি করা অব্যাহত থাকলে মনে হয় কৃষি আবাদি জমি থাকবে কিনা সন্দেহ রয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী কৃষি আবাদি জমি রক্ষার্থে সরেজমিনে দিনাজপুর জেলা প্রশাসক মহোদয়ের তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানান।
ক্যাপশন ঃ আবাদি জমিতে অপরিকল্পিত ভাবে ঘরবাড়ি করা সরকারি নিষেধাজ্ঞা থাকলেও ঘোড়াঘাটে কেউ তা মানছে না প্রশাসন নিরব


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।