পঞ্চগড় প্রতিনিধিঃ একরামুল হক মুন্না
পঞ্চগড়ের বোদা উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষে জমি দখলের সংঘর্ষে উভয় পক্ষের আহত হযেছেন অন্তত ২০ জন । আহতরা পঞ্চগড় সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শনিবার (১০ জুন) দুপুরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্ত বর্তী দাড়িয়ার মোড়ে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার সকালে আকর্ষিক ভাবে জরিনা বেগমের ভোগ দখলীয় জমির উপরে ৪/৫ টি দোকান ঘর প্রতিপক্ষ বেলাল হোসেন ও তার লোকজন ভেঙ্গে দেয় পরে দেশীয় অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে জরিনাদের উপর হামলা চালায়, এতে উভয়ের মধ্যে সংঘর্ষে বেধে যায়, এই সংঘর্ষে জরিনার পক্ষের প্রায় ১৪জন ও প্রতিপক্ষ বেলালের পক্ষে প্রায় ৬ জন আহত হয়। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরন করায়। মালকাডাংগা বিওপির বিজিবি সদস্য ও পুলিশের উপস্থিতে পরিস্থিতি শান্ত হয়। সরজমিনে গিয়ে তথ্য সুত্রে জানাযায়, বোদা উপজেলার মৌজা আরাজী মাড়েয়া জেএল নং ৮৩ এসএ খতিয়ান ৫১৩, নং দাগের ৭২০ দারিয়া পাড়া গ্রামের জরিনা ও বেলালের মধ্যে ২২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিলো। প্রায় এক বছর আগে জরিনার ক্রয়কৃত সম্পত্তি প্রতিপক্ষ বেলাল হোসেন গং দখলের চেষ্টা করলে জরিনা বেগম প্রায় এক বছরে আগে আদালত বিরোধপূর্ণ জমি সমাধানের জন্য মামলা দায়ের করেন। গত ১০ মে ২০২৩ বিজ্ঞ আদালত জরিনার পক্ষে রায় দেন। এছারাও ২৬ মে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট পঞ্চগড় মোঃ আব্দুল কাদের আদেশে ১৪৪ ধারা বিধান মতে দ্বিতীয় পক্ষকে নালিসীয জমিতে প্রবেশ করতে নিষেধাজ্ঞা আরোপ করেন।
এ বিষয়ে মালেকা ডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার বলেন, ৭৭৪/২ s পিলার থেকে ১৫০ গজ দূরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। যেহেতু ঘটনাটি সীমান্তবর্তী এলাকায় তাই দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এবিষয়ে জরিনা বেগম বলেন, আমার কেনা সম্পত্তি আমি ৫ বছর থেকে ভোগ দখল করে আছি, মামলায় আমার পক্ষে আদালত রায় দিয়েছে, এর পরেই আমার জমির উপরে দোকান ঘর বসাতে গেলে বেলালের লোকজন সহ আমাদের উপরে লাঠিশোঠ দেশীয় অস্ত্র নিয়ে আঘাত করে এতে আমি সহ আমার বেশ কিছু লোক গুরুত্বর আহত হয়, খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনা স্থলে আসলে তারা পালিয়ে যায়,স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এদিকে প্রতিপক্ষ বেলাল জানান, আমার জমি দখল করতে আসলে আমি বাথা দেই, এর পরে সংঘর্ষ লাগে৷ আমাদের কয়েকজন লোক আহত হয়।
স্থানীয় চেয়ারম্যান আব্দুর রহিম, জানান, বিরোধী জমির ক্রয় সুত্রে মালিক জরিনা বেগমের, সে দির্ঘিদন থেকে ওই জমি ভোগ দখল করে আসছে,আমরা চাই এটার সুষ্ঠ সমাধান৷
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজয় কুমার রায় ‘বলেন, জরিনা ও বেলালের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে,এরেই জেরে দখলদারী নিয়ে সকালে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে, কযেকজন আহত হয়৷ তবে এঘটনায় এখনো কোন পক্ষ মামলা করেনি, মামলা করলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন