মোঃ হাফিজুর রহমান মিলন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
‘‘সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ আগষ্ট মঙ্গলবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। পরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, উপজেলা মৎস কর্মকর্তা হানিফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, থানা অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, উপজেলা আ’লীগ নেতা সাদেকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদফতরের উদ্দ্যোগে দুঃস্থ, অসহায়, অস্বচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন ও আর্থিক অনুদান তুলে দেয়া হয়।
মন্তব্য করুন