ঘোড়াঘাটে সাব রেজিষ্ট্রি অফিসে দলিলের নকল  নিতে ২ হাজার টাকা দেশের অন্যান্য অফিসে নকল  নিতে ১২’শ টাকা।

Spread the love

 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে সাব রেজিষ্ট্রি অফিসে দলিলের নকল নিতে ২

হাজার টাকা দেশের অন্যান্য অফিসে নকল নিতে ১২’শ টাকা লাগে। কি

কারনে ঘোড়াঘাট সাব রেজিষ্ট্রি অফিসে ২ হাজার টাকা লাগে এ নিয়ে

জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার

সাধারন জনগণ জমি ক্রয় বিক্রয় করে ঘোড়াঘাট সাব রেজিষ্ট্রি অফিসে

দলিল করে। ওই দলিলের নকল কপি নিতে ঘোড়াঘাট সাব রেজিষ্ট্রি অফিসে

উপরোলি-খিত টাকা নকল নবিশদের দিতে হয়। অপর দিকে দেশের অন্যান্য সাব

রেজিষ্ট্রি অফিসে খোঁজ খবর নিয়ে দেখা যায়, দলিলের নকল নিতে তার

অর্ধেক টাকা লাগে। এর কারন নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ

ব্যাপারে ঘোড়াঘাট সাব রেজিষ্ট্রারের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা

করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ঘোড়াঘাট সাব রেজিষ্ট্রার নকল নবিশদের নিকট জিম্মি কি না তাও জনসাধারণের মনে নানা প্রশ্ন রয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী মহাপরিচালক, নিবন্ধন অধিদপ্তর, ঢাকা (আইজিআর) মহোদয়ের সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানান।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।