হিলিতে বিজিবি-বিএসএফের বৈঠকl

Spread the love

এ রাশিদ, নবাবগঞ্জ প্রতিনিধি

 

মাদক পাচার চোরাচালান রোধ সীমান্ত হত্যা বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী মহেন্দ্র সিংয়ের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল হিলি শূন্যরেখা দিয়ে প্রবেশ করেন। প হিলি সিপি বিজিবি ক্যাম্পে তাদেরকে ফুল দিয়ে বরণ করে সেক্টর কমান্ডার । সেখানে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন।
বৈঠকে দুদেশের সীমান্ত ক্রাইম, ( গরু চোরা চালান, মাদক পাচার, অকারনে সীমান্ত হত্যা, অবৈধ ভাবে অবাধ যাতায়াতের ব্যপারে দুদেশের আর কঠোর হওয়া নিয়ে আলোচনা হয়।
কর্নেল তানজিলুর ইসলাম বলেন, হিলি দেশের ২য় বৃহত্তম স্থলবন্দর। প্রতিবছর এই এলাকা দিয়ে অনেক চোরা চালান, গরু পাচার থেকে শুরু করে অনু প্রবেশের সময় বিএসএফ ও বিজিবির হাতে আটক হয়।
এতে বাংলাদেশের অনেকের প্রান যায় বিএসএফের হাতে। ভবিষ্যৎ এ-বিষয়ে সতর্ক থাকবে হবে।

বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর জানান, প্রতিবছরই দু-দেশের বিজিবি-বিএসএফের মধ্য এই শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়ে থাকে। সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ পারাপার, তার কাঁটার কর্তন বন্ধসহ দুই বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করতে বৈঠক হয়েছে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।