ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃমোঃ মজিবর রহমান>
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি অফিস থেকে সার, বীজ স্বজনপ্রীতির মাধ্যমে দেয়া হচ্ছে। এতে সরকারের মুল উদ্দেশ্য ভেস্তে যাওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, বাংলাদেশ সরকার দেশকে এগিয়ে নেয়ার জন্য সারা বাংলাদেশে কৃষি অফিসের মাধ্যমে কৃষককে আবাদ করার জন্যে সরিষার বীজসহ হাইব্রীড ধান, ভুট্টার বীজ, সার দিচ্ছে। একইভাবে ঘোড়াঘাট কৃষি অফিস থেকে সার বীজ দেয়া হচ্ছে। কিন্তু ঘোড়াঘাট উপসহকারী কর্মকর্তারা দীর্ঘ দিন থেকে ঘোড়াঘাট কৃষি অফিসে চাকরি করায় তাদের ইচ্ছা মতো জমি থাক বা না থাক স্বজনপ্রীতির মাধ্যমে তাদের নিজস্ব লোকজনকে সার, বীজ দেয়ায় ১’শ জন লোকের মধ্যে ২৫ জন আবাদ করছেন, আর ৭৫ জনই আবাদ করছেন না। এতে বাংলাদেশ সরকারের দেশকে এগিয়ে নেয়ার মূল উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে। এর প্রমাণ, ঘোড়াঘাট কৃষি অফিস থেকে যারা সার, বীজ নিয়েছেন এর তালিকা ধরে গ্রামে গ্রামে গিয়ে উর্দ্ধতন কর্মকর্তারা তদন্ত করলেই তা ধরা পড়বে।
ঘোড়াঘাটে কৃষি অফিস থেকে সার বীজ স্বজনপ্রীতির মাধ্যমে দেয়া হচ্ছেI
Newer Postনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু।
মন্তব্য করুন