মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাবার পণ্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দশ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত
ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও মনিহারি দোকানসহ বিভিন্ন খাবার পণ্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দশ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত।
রোববার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক।
তিনি জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং খাবার জনস্বাস্থ্যের জন্য খুবই ঝুকিপূর্ণ। এজন্য বিভিন্ন অংকের মোট ১০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই বিষয়ে সর্তক থাকতে নির্দেশনাও দেয়া হয়েছে। একই সাথে বালুবাহী দুটি টাক্টর দিনের বেলা বালু পরিবহন না করার জন্য বলা হয় এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। “
মন্তব্য করুন