নবাবগঞ্জ নিউজ ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান মিলন>
দিনাজপুরের নবাবগঞ্জে ৩০ জানুয়ারী মঙ্গলবার সকালে শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৫তম বিজ্ঞান মেলা অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও অষ্টম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা মেলার উদ্বোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,উপজেল নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, কৃষি কর্মকর্তা প্রসেন্জিত,তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরে শেফা, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহ জিয়াউর রহমান মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, নবাবগঞ্জ বিট কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ শফিউল আলম প্রমূখ। এই মেলায় প্রতিযোগী হিসেবে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। নবাবগঞ্জ ডিগ্রী কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় , উপজেলা তথ্যকেন্দ্র, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, আফতাবগঞ্জ সরকারি কলেজ, দাউদপুর ডিগ্রী কলেজ ,ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ, মোগরপাড়া ডিগ্রী কলেজ, শালখুরিয়া উচ্চ বিদ্যালয , রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয, নবীনগঞ্জ উচ্চ বিদ্যালয , আফতাবগঞ্জ বছির উদ্দিন উচ্চ বিদ্যালয, দাউদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয , খালিদপুর (কাজীপাড়া) উচ্চ বিদ্যালয , গোলাপঞ্জ উচ্চ বিদ্যালয , দেওগাঁ রিযাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ বন বিট অফিস, সামাজিক বন বিভাগ। মেলায় (২১) টি ভিন্ন ,ভিন্ন প্রতিষ্ঠানের প্রতিটি স্টলে রয়েছে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সামগ্রী জিনিসপত্র। উদ্বোদন শেষে অথিতিরা প্রতিটি স্টল পরিদর্শন করেন।
মন্তব্য করুন