ঘোড়াঘাটে বাজার মনিটরিং না থাকায় পেঁয়াজের মূল্য প্রতি কেজি ৫০ টাকা বৃদ্ধি

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাজার মনিটরিং না থাকায় ২ দিনের ব্যবধানে পেঁয়াজের মূল্য প্রতি কেজি ৫০ টাকা বৃদ্ধি হওয়ার খবর পাওয়া গেছে। ঘোড়াঘাট উপজেলার হাট-বাজারগুলো ঘুরে দেখা যায়, গত ৮ ফেব্র“য়ারী প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। সেই পেঁয়াজ ১০ ফেব্র“য়ারী জনগণ ঘোড়াঘাট উপজেলার হাট-বাজারগুলোতে পেঁয়াজ ক্রয় করতে গেলে পেঁয়াজ ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজের দাম ১৩০ টাকা ছাড়া বিক্রি করছে না। এ ব্যাপারে এলাকাবাসী ঘোড়াঘাট হাট-বাজারগুলোতে প্রশাসনিকভাবে মাঝে মধ্যে মনিটরিং না থাকায় এ অবস্থা বলে জানান। এ ব্যাপারে এলাকার অভিজ্ঞ মহল উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানান।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।