পাঁচবিবিতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

Spread the love

 

জয়পুরহাট প্রতিনিধিঃওমর আলী বাবু
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রথমবারের মতো পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শিখা ট্রাষ্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক নুনাহার শিখার আয়োজনে ২৫ মার্চ এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ১ লক্ষ টাকার পুরষ্কার ঘোষণা করা হয়।

বিকেলে পাঁচবিবি উপজেলার রেলস্টেশন সংলগ্ন মাঠে ৮ দিনব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ করেন শিখা ট্রাষ্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক ুননাহার শিখা।

এসময় উপস্থিত ছিলেন সাবেক নুনাহার শিখার স্বামী ও জিয়া স্মৃতি পাঠাগার এর কেন্দ্রীয় সদস্য শাহ কামাল রাসেল, ট্রাষ্টের সদস্য সোহেল মন্ডল সহ অন্যান্য সদস্যবৃন্দ।

২১ বছর বয়সের মধ্যে স্কুল ও মাদ্রাসার সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায়। আজকের প্রতিযোগীতায় মোট ৩০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন এই প্রতিযোগিতায়। এর মধ্যে ৩ জনকে ফাইনালের জন্য চূড়ান্ত করা হয়।

১ম স্থান অর্জন করেছে বাগজানা ইউনিয়নের আব্দুল রউফ, ২য় স্থান অর্জন করেছে মোহাম্মদপুর ইউনিয়নের
ইমরান হোসেন, ৩ য় স্থান আওলা ইইউনিয়নের আঃ রহমান।

এ প্রতিযোগিতায় মোট পুরষ্কার দেওয়া হয়েছে নগদ ১ লক্ষ টাকা। প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ ৫০ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার, তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা, এ ছাড়াও ফাইনাল প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ৩০ জন বিশেষ পুরষ্কার দেওয়া হয়।

সাবেক নুনাহার শিখা বর্তমানে তিনি বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি ও পাঁচবিবি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

তার এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগের কারণে এলাকায় তিনি মানবিক কন্যা ও মহীয়সী নারী হিসেবে পরিচিতি পেয়েছেন। রোজার শুরু থেকেই তিনি গরীব অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করে আসছেন। এছাড়াও পাঁচবিবি উপজেলার বিভিন্ন সামাজিক কাজে তিনি এগিয়ে আসেন। করোনা মহামারীর সময় তিনি গরীব অসহায় মানুষের মাঝে দাড়িয়ে ছিলেন।তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাঁচবিবি উপজেলার সাধারণ জনগণ। ভবিষ্যতে এই রকম মানবিক কাজ করার কথা জানান তিনি।

তার এই ব্যাতিক্রম ধর্মী আয়োজন পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার কারণে আলেম সমাজের মধ্যে তিনি সুনাম অর্জন করেছেন। প্রতিযোগিতা দেখতে আসা মানুষগুলো জানান তিনি যে মানবিক মহিয়সী নারী শিখার জন্য প্রাণ ভরে আমরা দোয়া করতেছি বাঁকি জীবন যেন সমাজের মানুষ গুলোর পাশে থাকতে পারে।

শিখাট্রাষ্টের চেয়ারম্যান সাবেক নুনাহার বলেন,আমি পাঁচবিবি উপজেলার সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এই ধারা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই রকম কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।