‘বন্ধুত্ব করি, দেশ গড়ি’- এ স্লোগান হৃদয়ে ধারণ করে দেশের শীর্ষস্থানীয় পাঠকনন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিনের সহযোগী সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ২১ সদস্যের কমিটি গঠিত হয় দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলায়। বৃহস্পতিবার ২৩ মে সকালে উপজেলার সানরাইজ বিদ্যানিকেতনের পরিচালক নবাবগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে দৈনিক যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরামের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক: মোছাঃ সুফিয়া বেগম লিপি যুগ্ম আহ্বায়ক: মোঃ আনিছুর রহমান, মোছাঃ নাসিমা বেগম, মোঃ আনোয়ার হোসেন সদস্য সচিব আল ইমরান হাসান, যুগ্ন সদস্য মোঃ মনোয়ার হোসেন, মোঃ শহিদুল ইসলাম,সদস্য মোঃ রাজিবুল ইসলাম রাজিব,মোছাঃ হোসনে আরা বেগম , মোছাঃ মেরিনা আক্তার, মোছাঃ মনজুয়ারা বেগম , শিক্ষার্থী মোঃ মোস্তাকিম, মোঃ সাজিদ আহমেদ সম্রাট , মিম খাতুন, কুলসুম, নাহিদা আক্তার নীলা, পল্লী চিকিৎসক মো জাফর ইকবাল মুক্তার , শিক্ষক মোঃ আল আমিন ও মোঃ বদিউজ্জামান, মোঃ মারফিদুল হক ও ব্যাবসায়ী মোঃ রতন মিয়া। উপদেষ্টা দৈনিক যায়যায়দিনের নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি মো হাফিজুর রহমান মিলন। বন্ধুরা বলেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম একটি অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সচেতনতামূলক সংগঠন। আজকে আমাদের সমাজে অসচেতনতার জন্য আমরা বিভিন্ন দিক থেকে সমস্যায় জর্জরিত। সামাজিক অবক্ষয়, আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনে বিভিন্ন সমস্যায় ভুগছি। আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে মোকাবেলা করার মত পরিবেশ তৈরির জন্য বিভিন্ন জাতের গাছের চারা রোপণ বাল্য বিবাহ, মাদক, জঙ্গি, সন্ত্রাসসহ সামাজিক অবক্ষয়রোধে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে আমাদের সমাজকে একটি সুন্দর বাসযোগ্য গড়ে তোলার চেষ্টা করব। শীত, গ্রীষ্ম, বর্ষা মৌসুমে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে মানুষের পাশে থাকতে চাই। আলোচনা সভাটি সঞ্চালনা করেন দৈনিক যায়যায়দিনের উপজেলার প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান মিলন। উপদেষ্টা ফ্রেন্ডস ফোরাম নবাবগঞ্জ, দিনাজপুর।
মন্তব্য করুন