ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সেটেলমেন্ট অফিসে প্রকাশ্যে চলছে ঘুষ বানিজ্য দেখার কেউ নেই বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট সেটেলমেন্ট অফিসের দায়িত্বে থাকা সহকারী সেটেলমেন্ট অফিসার তানভীর আহমেদ ও অফিস মহরা আকবর হোসেন এই দুইজন প্রকাশ্যে ঘুষ বানিজ্যে মেতে উঠেছে। বর্তমানে ঘোড়াঘাট সেটেলমেন্ট অফিসে উপজেলার শ্যামপুর মৌজার কাজ চলছে। ওই মৌজার লোকজন জমির ভুল ত্র“টির কাজ সংশোধন করতে এলে অফিস মহরা আকবর হোসেন তাদের সামনে মৌজার রেকর্ডপত্র বের করে হিয়ারিং করে ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত কণ্ট্রাক্ট করে সহকারী সেটেলমেন্ট অফিসার তানভীর আহমেদের কাছে সহি স্বাক্ষর নিয়ে কণ্ট্রাকের টাকাগুলো নিয়ে রেকর্ড বহি ওভার রাইটিং করে পর্চা বানিয়ে দেয়। এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সঙ্গে কথা বললে সে জানান, আমিও একাধিকবার শুনেছি যে, ঘোড়াঘাট সেটেলমেন্ট অফিসে জমির ভুল ত্র“টির কাজ করতে আসা লোকজনের নিকট টাকা ঘুষ নিচ্ছে। এর ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে এলাকাবাসী বিভাগীয় ভূমি কর্মকর্তার গোপনে তদন্ত কামনা করেছেন এবং দিনাজপুর জেলা দূর্ণীতি দমন দুদক কমিশন ঘোড়াঘাট সেটেলমেন্ট অফিস চলাকালে ওঁৎ পেতে থাকলেই ঘুষের টাকা নেয়া সহ তাদেরকে হাতে নাতে আটক করতে পারবেন বলে জানা গেছে।
মন্তব্য করুন