ব্যাটারী চালিত চার্জার ভ্যানকে গরুর ধাঁক্কায় প্রাণ গেল যাত্রীর
ওয়ায়েস কুরুনী স্টাফ রিপোর্টার
দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারী চালিত চার্জার ভ্যানকে গরুর ধাঁক্কায় আবু বক্কর সরকার হিরু মিয়া (৬৫) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের সিতারকোর্ট বাজারের অদূরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান যাত্রী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খালাশপীর ঠাকুরদাশ লক্ষ্মীপুরের মৃত মোজাব উদ্দিন সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,পীরগঞ্জ উপজেলার খালাশপীর ঠাকুরদাশ লক্ষ্মীপুরের মোঃ জাহিদুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী মোছাঃ রুপালী বেগম, মেয়ে ও একই গ্রামের তার আত্মীয় আবু বক্কর সরকার হিরু মিয়াকে নিয়ে মোঃ জাহিদুল ইসলাম তার নিজস্ব ব্যাটারী চালিত চার্জার ভ্যান যোগে নবাবগঞ্জে আত্মীয়র বাড়িতে বেড়াতে আসেন। আত্মীয়র বাড়িতে আবু বক্কর সরকার হিরু মিয়ার শারীরিক সমস্যা হলে মোঃ জাহিদুল ইসলাম এর ভ্যান যোগে তারা নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজারস্থ স্থানীয় ডাক্তারের নিকট ঔষধ নেয়ার জন্য আসেন। স্থানীয় ডাক্তারের নিকট ঔষধ নিয়ে তারা সকলে একই ভ্যান যোগে গোলাপগঞ্জ বাজার হতে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। এরপর তারা ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের গোলাপগঞ্জ বাজার থেকে সিতারকোর্ট বাজারের মাঝামাঝি স্থানে পৌছালে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাকা রাস্তার উপর ০৫ টি গরু রাস্তা পার হওয়ার সময় ০১ টি গরুর সাথে চলন্ত ভ্যানটির ধাক্কা লাগে। এতে করে ভ্যানের উপর বসে থাকা আবু বক্কর সরকার হিরু মিয়া ভ্যান থেকে ছিটকে পড়ে রাস্তার পার্শ্বে থাকা বৈদ্যুতিক পিলারে সাথে লেগে মাথায় গুরুতর জখম প্রাপ্ত হয়। পরে ভ্যানচালক মোঃ জাহিদুল ইসলাম এবং তার স্ত্রী-সন্তান ও স্থানীয় লোকজনের সহযোগীতায় আবু বক্কর সরকার হিরু মিয়াকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর সরকার হিরু মিয়া মারা যান।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদুল ইসলাম বলেন,পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন