জয়পুরহাটসংবাদদাতাঃ ওমর আলী বাবু
নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে স্বেচ্ছা সেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহিদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে শহীদ ডাঃআবুল কাশেম ময়দানে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বাজলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপির কার্যালয়ে অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক মোমিন খন্দকার ডালিম, তৈয়বুর রেজা।
কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহিদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, আলোচনা সভা, ফ্রী মেডিকেল ক্যাম্প, দুস্থদের মাঝে খাবার বিতরণ।
মন্তব্য করুন